চলছে তীব্র লড়াই, ইসরায়েলে ঢুকেছে হামাসের আরও যোদ্ধা


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-10-2023

চলছে তীব্র লড়াই, ইসরায়েলে ঢুকেছে হামাসের আরও যোদ্ধা

গাজায় ইসরায়েলি বিমানবাহিনীর তীব্র বিমান হামলা ও ব্যাপক অভিযানের মধ্যেই এখনো ইসরায়েলের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি জায়গায় ইসরায়েলের সেনাবাহিনী ও হামাসের যোদ্ধাদের মধ্যে লড়াই চলছে।

অপরদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নতুন করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর মাগেনে প্রবেশ করেছে হামাসের আরও যোদ্ধা। ওই যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই চলছে। হামাসের সদস্যদের প্রতিহত করতে সেখানে ট্যাংক ব্যবহার করছে ইসরায়েল।

প্রভাবশালী ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, গাজা উপত্যকার সীমান্তবর্তী শহর সেরোতের একটি পুলিশ স্টেশনে হামাসের ১০ সদস্য অবস্থান নিয়েছিলেন। তাদের সরিয়ে দিয়ে এখন সেখানে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃস্থাপন করতে সমর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী।

সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাতব্যাপী অভিযান চালিয়ে হামাসের কাছ থেকে বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। কিন্তু বে’ঈরিতে যুদ্ধ চলছিল। তবে সেরোত এবং দক্ষিণাঞ্চলের আরও চারটি অঞ্চলের অবস্থা নিয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি তারা।

হারেৎজ জানিয়েছে, কাফার আজার বাসিন্দারা এখনো ঘরের ভেতরে নিজেদের আবদ্ধ করে রেখেছেন এবং সেনাবাহিনীর সহায়তার জন্য অপেক্ষা করছেন।

শহরটির এক বাসিন্দা বলেছেন, ‘কাফার আজার এখনো যুদ্ধের মধ্যে আছে।’

এদিকে গতকাল শনিবার হামাসের প্রায় ১ হাজার যোদ্ধা লোহার বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করন। এরপর সেখানে ইসরায়েলি সেনাদের বিভিন্ন চেকপোস্টে হামলা চালায় তারা। এছাড়া তারা বেশ কয়েকজন সেনা ও বেসামরিক মানুষকে ধরে নিয়ে যায়।

ইসরায়েল দাবি করেছে, হামলা চালাতে যাওয়া হামাসের কয়েকশ যোদ্ধাকে হত্যা করেছে তারা। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে।

শনিবার হামাস ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালানোর পর গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। তাদের এ হামলায় গাজায় প্রায় সাড়ে তিনশ মানুষ প্রাণ হারিয়েছেন। অপরদিকে হামাসের হামলায় নিহত হয়েছেন তিনশর বেশি ইসরায়েলি। সূত্র: বিবিসি, আল জাজিরা


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]