পুঠিয়ায় ১৭তম দুলাল-লোকনাট্য উৎসব শুরু


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 10-03-2022

পুঠিয়ায় ১৭তম দুলাল-লোকনাট্য উৎসব শুরু

রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজবাড়ী মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা লোকনাট্য উৎসব’।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে এ উৎসব শুরু হচ্ছে। চলবে তিন দিনব্যাপী এই ‘বাংলা লোকনাট্য উৎসব’।  

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের পৃষ্ঠপোষকতায় রাজশাহীর পুঠিয়ায় ১৭তম বাংলা লোকনাট্য উৎসব হতে যাচ্ছে। স্থানীয়ভাবে এ লোকনাট্য উৎসবের আয়োজনে রয়েছে পুঠিয়া থিয়েটার ও উপজেলা প্রশাসন।

এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পো রেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। উৎসবটি লোকনাট্য গবেষক বাংলাদেশ গ্রাম থিয়েটারর সভাপতি ম-লীর সদস্য সদ্য প্রয়াত কাজী সাইদ হোসেন দুলালের নামে উৎসর্গ করা হয়েছে।

উৎসবের প্রধান সমন্বয়কারী কামার উল্লাহ সরকার জানান, ঐতিহ্যবাহী উৎসবে নানা আয়োজনে থাকছে লাঠি খেলা, মাদারের গান, বাউল গান, আলকাপ, আদিবাসী নৃত্য, ঢাকবাদ্য, লোকনৃত্য, লালন-হাসনের গান, পুতুল নাট্য, নৃত্য নাট্য, কবি গান, গম্ভীরা, সঙযাত্রা ও লোকসংগীত।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ উৎসবের মঞ্চ থেকে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত করা হবে বলে জানান কামার উল্লাহ সরকার।

রাজশাহীর সময় /এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]