সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩৮ গ্রাম হেরোইন ও ২৯ পিচ ইয়াবাসহ দুইজন শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
বুধবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় সলঙ্গা থানাধীন ধোপাকান্দি সাকিন এর হানিফ হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাহাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, নগদ ৪৭,০০০/-(সাত চল্লিশ) হাজার টাকা এবং ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ঘরগ্রাম গ্রামের মৃত- মোজাম্মেল হকের ছেলে মোঃ হেলাল হোসেন (৫২) ও গোয়ালগ্রাম গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ সোবাহান (২২)।
অভিযান পরিচালনা করেন র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।
র্যাব জানায়, এই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(গ)/৩৬(১) সারণীর ১০(ক)/৩৮ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর সময় /এএইচ