বিশ্বকাপ শুরুর আগে আইসিসির নতুন নিয়ম


ক্রীড়া ডেস্ক: , আপডেট করা হয়েছে : 04-10-2023

বিশ্বকাপ শুরুর আগে আইসিসির নতুন নিয়ম

ম্যাচ টাই হলে সুপার ওভার। এরপর আবার টাই হলে কি হবে? এমন অবস্থার শিকার হয়েছিল গতবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। যদিও সেবার প্রথম সুপার ওভারের পর বাউন্ডারির হিসাবে ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড। তবে এবারের বিশ্বকাপে থাকছে না সেই নিয়ম। ২০২৩ বিশ্বকাপের আগে আইসিসি সুপার ওভারের নিয়মে এনেছে পরিবর্তন।

২০১৯ বিশ্বকাপ ফাইনালটা হয়েছিল টানটান উত্তেজনার। নির্ধারিত ওভারে ম্যাচ শেষ হওয়ার পর তা গড়ায় সুপার ওভারে। সেখানেও ম্যাচ টাই হয়। তবে ম্যাচে বাউন্ডারিতে এগিয়ে থাকার কারণে সেদিন ম্যাচটা গিয়েছিল ইংল্যান্ডের পক্ষে। তবে ক্রিকেট বোদ্ধাদের কাছে তা খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি। যে কারণে বিশ্বকাপের পরবর্তী আসর শুরুর ঠিক আগেই সেই নিয়ম বদলাতে বাধ্য হয় আইসিসি।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সুপার ওভারে দল আগের মতোই ৩ ব্যাটার এবং এক বোলারকে নিয়ে খেলবে। তবে আইসিসি সুপার ওভারে যে পরিবর্তনটা এনেছে তা হচ্ছে, ২০২৩ বিশ্বকাপে যদি সুপার ওভারে কোনো ম্যাচ গড়ায় এবং সেই ম্যাচ যদি টাই হয়, তবে আবারও সুপার ওভার অনুষ্ঠিত হবে। যতক্ষণ না ম্যাচে কোনো ফলাফল বের হয় ততক্ষণ সুপার ওভারে খেলা চলতে থাকবে। আবহাওয়া বা অন্য কোনো পরিস্থিতির কারণে কিছু ব্যাহত না হলে ম্যাচ চলতে থাকবে।

২০১৯ বিশ্বকাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন বলেছিলেন, ‘শুধু আশা করি, এরকম মুহূর্ত আর কখনও না আসুক।’ উইলিয়ামসনের সে কথাই রেখেছে এবার আইসিসি।

২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলা দুই দল এবারের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আগামী ৫ অক্টোবর। ভারতের আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]