অবৈধ অভিবাসীদেরকে দেশ ছাড়ার নির্দেশ পাক সরকারের


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-10-2023

অবৈধ অভিবাসীদেরকে দেশ ছাড়ার নির্দেশ পাক সরকারের

পাকিস্তান সরকার সব অবৈধ অভিবাসীকে দেশ ছেড়ে চলে যেতে বলেছে। নির্দেশটি ১.৭ মিলিয়নেরও বেশি আফগান নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। মঙ্গলবার জারি করা এই নির্দেশে বলা হয়, তা না করলে বহিষ্কারের মুখে পড়তে হবে।

চলতি বছরে দেশে ২৪টি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা প্রকাশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪টি ঘটনা ঘটিয়েছে আফগান নাগরিকরা। তবে, পাকিস্তান কর্তৃপক্ষ কীভাবে অবৈধ অভিবাসীদের নির্বাসন করবে বা নির্বাসনের জন্য তাদের সন্ধান করবে তা স্পষ্ট নয়।

ইসলামাবাদের এই ঘোষণা কাবুলের সাথে তার সম্পর্কের নতুন অবনতির ইঙ্গিত দেয়। গত মাসে দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের মধ্যে সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি হয়েছে। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, "আমরা এর জন্য ১ নভেম্বর সময়সীমা বেঁধে দিয়েছি।" তিনি বলেছিলেন যে সমস্ত অবৈধ অভিবাসীদের এই তারিখের মধ্যে তাদের স্বাধীন ইচ্ছায় আমাদের দেশ ছেড়ে যেতে হবে। এটা না হলে তাদের জোরপূর্বক বহিষ্কার করা হবে। বুগতি বলেছিলেন যে পাকিস্তানে প্রায় ১.৭৩ মিলিয়ন আফগান নাগরিক রয়েছে যাদের বসবাসের জন্য কোনও আইনি নথি নেই। তিনি বলেন, "পাকিস্তানে মোট ৪.৪ মিলিয়ন আফগান শরণার্থী বসবাস করছে।"

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আফগানিস্তানের ভেতর থেকে আমাদের ওপর হামলা হয়েছে তাতে কোনও সন্দেহ নেই। এসব হামলায় আফগান বেসামরিক লোকজন জড়িত। এর প্রমাণও আমাদের কাছে আছে।১৯৭৯ সালে, কাবুলে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছিল, যার পরে ইসলামাবাদে আফগান শরণার্থীর সংখ্যা বাড়তে থাকে। সর্বশেষ সন্ত্রাসী হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বেসামরিক ও সামরিক নেতারা প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন। ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকের পর বুগতি এই বিবৃতি দেন।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হল উগ্র সুন্নি ইসলামপন্থী সন্ত্রাসীদের একটি দল। এই স্থানীয় তালেবান জঙ্গিরা গত বছরের শেষ দিকে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ত্যাগ করে। এরপর থেকে দেশে অস্বাভাবিক সহিংসতা বেড়েছে। টিটিপির লক্ষ্য পাকিস্তান সরকারকে উত্‍খাত করা। এটি ইসলামী আইনের অধীনে একটি কঠোর শাসন ব্যবস্থার সাথে প্রতিস্থাপন করতে চায়। গত সপ্তাহে, পাকিস্তানে ধর্মীয় সমাবেশকে লক্ষ্য করে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে যাতে ৫৭ জন নিহত হয়। যদিও টিটিপি তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]