কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-10-2023

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়ান গেমসে রৌপ্য হারিয়ে ব্রোঞ্জ নিয়ে ফিরেছে। এখন পদক ধরে রাখার মিশন পুরুষ দলের।

২০১০ সালের এশিয়ান গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশ পরের আসরেই এক ধাক্কায় নেমে গিয়েছিল তিনে। স্বর্ণ হারিয়ে কোরিয়ার ইনচন থেকে ফিরেছিল ব্রোঞ্জ নিয়ে। এবার পদকের রঙ বদলানোর চ্যালেঞ্জ যেমন আছে, তেমন আছে পদক ধরে রাখারও।

গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশের সেই মিশন শুরু হবে ৪ অক্টোবর। কোয়ার্টার থেকে সেমিফাইনালে ওঠার পথটা কঠিন নয় বাংলাদেশের জন্য। সেমিফাইনালে ওঠার ম্যাচে বাংলাদেশ পেয়েছে মালয়েশিয়াকে।

মালয়েশিয়া গ্রুপ পর্বে ছিল সিঙ্গাপুর ও থাইল্যান্ডের সঙ্গে। দুই ম্যাচ জিতে তারা 'সি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে। সোমবার সকালে দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া ১৯৪ রানে হারিয়েছে থাইল্যান্ডকে।

কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারালে বাংলাদেশ খেলবে ভারত ও নেপাল কোয়ার্টার ফাইনালজয়ীদের বিপক্ষে। অন্য দুই কোয়ার্টার ফাইনালে পাকিস্তান ও হংকং এবং শ্রীলংকা ও আফগানিস্তান মুখোমুখি হবে। পুরুষ ক্রিকেটের স্বর্ণের লড়াই ৭ অক্টোবর।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]