ভুয়া জিপিএস সংকেত দিয়ে ইরানের আকাশসীমা থেকে ২০টি বিমান ফেরত


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 01-10-2023

ভুয়া জিপিএস সংকেত দিয়ে ইরানের আকাশসীমা থেকে ২০টি বিমান ফেরত

ভুয়া জিপিএস সংকেত দিয়ে ইরানের আকাশসীমা থেকে ২০টি এয়ারলাইন ও কর্পোরেট বিমানকে ফিরিয়ে দেয়া হয়েছে। ভূমি থেকেই এসব সংকেত পাঠানো হয়েছে যা বিমানের নেভিগেশন সিস্টেমে অনুপ্রবেশ করতে সক্ষম হয়।

শনিবার (১ অক্টোবর)  টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যেসব বিমানে ভুয়া জিপিএস সিগন্যাল পাঠানো হয়েছিল সে বিমানগুলোর মধ্যে ছিল: বোয়িং ৭৭৭, ৭৩৭ এবং ৭৪৭।
 
বোয়িং ৭৭৭ কে এতটা দূরে ফেরত পাঠানো হয়েছিল যে ক্রুরা বাগদাদ এটিসিকে জিজ্ঞাসা করেছিল ‘কয়টা বাজে এবং আমরা কোথায়?’
 
ইরানের এই আকাশসীমা দিয়ে ভারতের এআই, ইন্ডিগো ও ভিস্তারা সান ফ্রান্সিসকো, ইস্তাম্বুল, বাকু এবং লন্ডনে চলাচল করে। 
 
ফ্লাইট ডেটা ইন্টেলিজেন্স ক্রাউডসোর্সিং ওয়েবসাইট পরিচালনাকারী অপস গ্রুপের মতে, সম্প্রতি জিপিএস স্পুফিং ইরানের আকাশসীমায় ইউএম৬৮৮ এয়ারওয়েতে ঘটেছে।
 
এর প্রতিক্রিয়ায়, গত বুধবার, ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) 'ইরাক-আজারবাইজান - জিপিএস জ্যামিং এবং স্পুফিং নিরাপত্তা ঝুঁকি তৈরি করে' শীর্ষক একটি মেমো জারি করেছে।
 
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ভারতীয় একজন সিনিয়র কমান্ডার বলেছেন, ‘আমরা ইউএম৬৮৮ এয়ারওয়ে ফ্লাই করি না, কিন্তু আমরা ইরানের আকাশসীমা অতিক্রম করি। আমরা স্পুফিংয়ের অভিজ্ঞতা পাইনি, তবে গত সপ্তাহে একটি ফ্লাইটে আমাদের জিপিএস জ্যামিংয়ের অভিজ্ঞতা হয়েছে।’

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]