সারারাত বৃষ্টির পর শুক্রবার সকালে নিউ ইয়র্ক-সহ আমেরিকার উত্তর পূর্ব অংশ পানির তলায় চলে যায়। নিউ ইয়র্কের লাইফলাইন সাবওয়ে সিস্টেমে পানি ঢুকে পড়ায় যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। নিউ ইয়র্কের রাস্তায় এখন চলছে নৌকা।
বর্ষায় মুম্বই, কলকাতাতেও এতটা জল দেখা যায় না। যতটা এখন দেখা যাচ্ছে দুনিয়ার স্বপ্নের শহর হিসেবে পরিচিত নিউ ইয়র্ককে। সারা শহর জু়ড়ে প্রায় কোমর সমান জল। নদীর স্রোতের মত শহর দিয়ে বয়ে যাচ্ছে জল।
পরিস্থিতি সামাল দিতে শহর জুড়ে জরুরি অবস্থা জারি করেছে শহর প্রশাসন। উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এর মধ্যেই কাজে বেরিয়েছেন অনেকে। তবে জলের মধ্যে অর্ধেক ডুবেই এগোচ্ছে গাড়ি।
শুধু নিউইয়র্ক নয়, আমেরিকার উত্তর পূর্বের অনেক এলাকায় বৃষ্টিতে রীতিমতো বন্যায় ভাসছে। কিছু কিছু জায়গায় জল কোমরের থেকেও বেশি উপরে। চূড়ান্ত ব্যাহত হচ্ছে জনজীবন। মানুষকে রাস্তায় বেরোতে বারণ করেছে শহর প্রশাসন।
ম্যানহাটনের পূর্ব দিক রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছে অতিরিক্ত বন্যার জন্য। নিউ ইয়র্ক বিমানবন্দরেও জলে ঢুকে পড়ে এই দিন। ফলে বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে বিপুল আকারে। রীতিমতো সমস্যা দেখা দিয়েছে আন্তর্জাতিক পরিষেবার ক্ষেত্রে।
১৯৪৮ সালের পরে এটি ছিল রেকর্ড পরিমাণ বৃষ্টি। ব্রুকলিনে এক মাসে যে পরিমাণ বৃষ্টি হয় তা মাত্র তিন ঘণ্টায় হওয়ায় শহরের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিউইয়র্ক সিটির প্রধান জলবায়ু কর্মকর্তা রোহিত আগারওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই পরিবর্তিত আবহাওয়া আদতে জলবায়ু পরিবর্তনের ফলাফল।