এলপি গ্যাসের ব্যবহার তিনগুণ বাড়বে, লাভ কম করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 30-09-2023

এলপি গ্যাসের ব্যবহার তিনগুণ বাড়বে, লাভ কম করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভোক্তাদের ভোগান্তি কমাতে এলপি গ্যাস ব্যবসায়ীদের কম লাভ করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৩০ সেপ্টেম্বর) এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে পরিবেশক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে এলপি গ্যাসের ব্যবহার দ্বিগুণ-তিনগুণ বাড়বে। তাই ভোক্তার সুবিধার্থে আপনারা কম করে লাভ করবেন।’
 
এ সময় বিরোধীদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘যতই অন্যকথা বলেন, ষড়যন্ত্রের কথা শোনান, কোনো লাভ হবে না। এই দেশের মানুষ বুঝে গেছে তাদের কি করতে হবে। তারা আলোকিত বাংলাদেশ দেখতে চায়, অন্ধকারচ্ছন্ন বাংলাদেশ চায় না। দেশের মানুষ আবারও এই সরকারকেই ক্ষমতায় আনবে।  
 
এদিকে গত ২৪ সেপ্টেম্বর তরলীকৃত পেট্রেলিয়াম গ্যাস (এলপিজি) সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ বিষয়ে ব্যবস্থা  নেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এখন থেকে নজরদারি বাড়ানো হবে। প্রয়োজন হলে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে।
 
তিনি আরও বলেন, যে দামে এলপিজি বিক্রি করতে বলা হচ্ছে, বাজারে তার থেকে ১০০ টাকা থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হয়।
 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]