রবিন হুডে দেখানো ৩০০ বছরের পুরোনো গাছ কেটে আটক কিশোর


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 30-09-2023

রবিন হুডে দেখানো ৩০০ বছরের পুরোনো গাছ কেটে আটক কিশোর

১৯৯১ সালে মুক্তি পাওয়া বিখ্যাত সিনেমা ‘রবিন হুড: প্রিন্স অব থিভসে’ দেখানো  ৩০০ বছর পুরোনো একটি ঐতিহাসিক গাছ কেটে ফেলার দায়ে দক্ষিণ ইংল্যান্ডে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। রোমান স্থাপত্যশৈলির অন্যতম নিদর্শন হাদরিয়ান দেওয়ালের পাশে— সায়কামোর গ্যাপে দীর্ঘ তিন শতক ধরে দাঁড়িয়ে ছিল গাছটি।

বিখ্যাত চলচ্চিত্র ছবি রবিন হুড : প্রিন্স অব থিভসে গাছটি দেখানো পরই এটি বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠে। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার স্থানীয় মানুষ দেখতে পান কেউ একজন গাছটি কেটে ফেলেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হঠাৎ করে বৃহস্পতিবার অ্যালিসন হকিনস নামের এক নারী গাছটিকে সবার প্রথমে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি হাদরিয়ান দেওয়ালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

ওই নারী বলেন, ঘটনাটি হুট করে বুকে তীব্র আঘাত লাগার মতো ছিল। গাছটি এমন একটি আইকনিক দৃশ্য ছিল, যা সবাই দেখতে চায়। গাছটি যদি প্রাকৃতিকভাবে মারা যেত, তাহলে কিছু মনে হতো না। কিন্ত মানুষের দ্বারা এমন কাজ, ক্ষমার অযোগ্য।

জানা যায়, ঘটনা জানতে পারার পরই ‘ইচ্ছাকৃতভাবে’ গাছটি কাটার দায়ে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করে নর্থথামব্রিয়া পুলিশ। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এই গাছটি একটি বিশ্ববিখ্যাত ল্যান্ডমার্ক। গাছটি ধ্বংস করার বিষয়টি স্থানীয় মানুষসহ সবাইকে অবাক ও ক্ষুব্ধ করেছে।’

২০১৬ সালে এটি ইংল্যান্ডের সেরা গাছ হিসেবে নির্বাচিত হয়। নর্থথাম্বারল্যান্ড জাতীয় পার্ক কর্তৃপক্ষ সাধারণ মানুষকে অনুরোধ করেছিল, কেউ যেন এটির কাছে না যান।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]