৬২ কচ্ছপ জব্দ করেছে কোস্ট গার্ড


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 29-09-2023

৬২ কচ্ছপ জব্দ করেছে কোস্ট গার্ড

পটুয়াখালীর কলাপাড়ায় ৬২টি কচ্ছপ জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকাগামী ডলফিন পরিবহনে অভিযান চালিয়ে এই কচ্ছপ জব্দ করে নিজামপুর কোস্ট গার্ড।

কলাপাড়া এনিমল লাভার অব পটুয়াখালীর টিম লিডার মো. রাকায়িত আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড মহিপুর বন বিভাগের সহযোগিতায় রাতে ডলফিন পরিবহন থেকে ৬২ পিস কচ্ছপ জব্দ করে।  কচ্ছপ গুলো নদীতে অবমুক্ত করা হবে।

নিজামপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাখিমারা বাজারে ঢাকাগামী ডলফিন পরিবহনে অভিযান চালিয়ে ৬২ পিস কচ্ছপ জব্দ করি আমরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কচ্ছপ রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব। এটি একটি ভালো উদ্যোগ। যেসকল সামুদ্রিক প্রাণি বিলুপ্তির পথে রয়েছে তা রক্ষায় এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]