২১০০ সালের মধ্যে রোগমুক্ত পৃথিবী গড়তে চান জুকারবার্গ


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-09-2023

২১০০ সালের মধ্যে রোগমুক্ত পৃথিবী গড়তে চান জুকারবার্গ

রোগমুক্ত এক পৃথিবী উপহার দিতে চান মার্ক জুকারবার্গ।

পৃথিবী থেকে সমস্ত রকম জটিল অসুখের অবলুপ্তি ঘটাতে চান তিনি। এই লক্ষ্য নিয়েই এগোচ্ছেন ফেসবুক কর্তা ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। ২১০০ সালের মধ্যে 'রোগমুক্ত পৃথিবী' গড়ার লক্ষ্য নিয়েছে জুকারবার্গের সংস্থা চ্যান জুকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেডআই)।

এই লক্ষ্য পূরণের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেবেন বলে জানিয়েছেন জুকারবার্গ।

জুকারবার্গদের সংস্থা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, একটি কম্পিউটিং সিস্টেম গড়ে তুলতে চান তারা। যা পরিচালনা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)। গবেষকরা সেই সিস্টেমের মাধ্যমে এআই ব্যবহার করে মানবদেহের কোষ বিশ্লেষণ করতে পারবেন। মানবশরীরের ঠিক কোন কোষ ক্ষতিগ্রস্থ হচ্ছে, সেই কোষ পুনরুজ্জীবিত করার উপায় কী, সেসবই খুঁজে বের করবে এআই। সেই তথ্যের মাধ্যমেই সম্ভব হবে যুগান্তকারী আবিস্কার। জিনের বিন্যাস বের করে জটিল অসুখ সারানোর উপায় খুঁজবে এআই পরিচালিত কম্পিউটিং সিস্টেম।

জুকারবার্গ বলছেন, '‌চিকিত্‍সাশাস্ত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে এআই। বিশেষ করে বায়োমেডিসিনের দুনিয়ায় একের পর এক চমত্‍কার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। একে ব্যবহার করে উচ্চমানের একটি কম্পিউটিং সিস্টেম তৈরি করতে পারলে তা আগামীদিনে চিকিত্‍সাবিজ্ঞানের নতুন মাইলফলক হয়ে উঠবে। আমাদের দেহের কোষ কীভাবে কাজ করে, তা নির্ণয় করা যাবে ওই যন্ত্রের মাধ্যমে। জিনোম থেকে সমস্ত কোষের ধরন এবং কোষের অবস্থা সম্পর্কে পূর্বাভাস দিতে পারবে ওই ডিজিটাল মডেল। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ড্রাগ মডিউলের এমন ডেটাবেস তৈরি হবে যেখান থেকে জটিল রোগ সারানোর ওষুধ তৈরি করতে পারবেন বিজ্ঞানীরা। আর এমন ওষুধ তৈরি হবে যার এক ডোজেই শরীরের যাবতীয় অসুখ ভাল হয়ে যাবে।'‌ মেটা কর্তা বলছেন, কোনও নতুন ওষুধে রোগীর দেহে কী প্রতিক্রিয়া হবে, এআইয়ের মাধ্যমে আগে থেকেই তা জানা যাবে। অসুখ যতই বিরল হোক না কেন, তার চিকিত্‍সা পদ্ধতিও বের করা যাবে এই সিস্টেমে। এমনভাবেই আরও কয়েক বছরের মধ্যেই চিকিত্‍সা বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি হবে বলে মনে করছেন জুকারবার্গ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]