ঈদে মিলাদুন্নবীর সমাবেশে বোমা বিস্ফোরণ, নিহত ৩৪


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 29-09-2023

ঈদে মিলাদুন্নবীর সমাবেশে বোমা বিস্ফোরণ, নিহত ৩৪

পাকিস্তানের বেলুচিস্তানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বোমা বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩০ জন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে,  শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এ ঘটনা ঘটে। শহীদ নবাব ঘৌস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সাঈদ মিরওয়ানি বিষয়টি নিশ্চিত করেছেন।
 
অন্যদিকে সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
 
এসএইচও জাভেদ লেহরি আরও বলেন, ‘এটি একটি আত্মঘাতী বোমা হামলা।’
 
দেশটির প্রশাসক আতা উল্লাহ বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
 
তিনি আরও বলেন,  ‘আলফালাহ রোডে মদিনা মসজিদের কাছে ঈদ-ই-মিলাদুন নবীর মিছিলের জন্য লোকজন জড়ো হচ্ছিল। সেসময় এই বিস্ফোরণটি ঘটেছে।’
 
বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেছেন, ‘মাস্তুংয়ে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।  গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে আর সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’
 
তবে এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
 
পাকিস্তান এবং সারা বিশ্বের মুসলমানরা জনসমাবেশের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন করে থাকেন।
 
চলতি মাসের প্রথমে একই জেলায় বিস্ফোরণে একজন বিশিষ্ট ধর্মীয় নেতাসহ অন্তত ১১ জন আহত হয়।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]