মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত, বেগুনি রঙ ধারণ করল সৌদির আকাশ


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 28-09-2023

মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত, বেগুনি রঙ ধারণ করল সৌদির আকাশ

পবিত্র মক্কা নগরীর কাবা শরীফের পাশে অবস্থিত ক্লক টাওয়ারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রপাতের সময় সেখানকার আকাশ কয়েক মুহূর্তের জন্য বেগুনি রঙ ধারণ করে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) এই বজ্রপাতের ঘটনাটি ঘটে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ক্লক টাওয়ারে পাশের একটি ভবনে স্থাপিত ক্যামেরায় বজ্রপাতের বিষয়টি ধরা পড়েছে। ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করেছে স্ট্রম সেন্টার।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভবনের সবচেয়ে উঁচু স্থানে আঘাত হানছে বজ্রপাত। ওই সময় বিরল সুন্দর দৃশ্যের অবতারণা হয় যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এরপর ধীরে ধীরে আকাশ বেগুনি রঙ ধারণ করে এবং গাছের শিকড়ের মতো অবয়ব সৃষ্টি হয়।
 
এদিকে সৌদি আরবের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মক্কায় বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাবে। এর মাধ্যমে সেখানে দৃশ্যমানতা হ্রাস পাবে।
 
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আরব উপসাগরে বাতাস দক্ষিণপূর্ব থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলের দিকে প্রবাহিত হবে। ওই সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫ থেকে ৩০ কিলোমিটার।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]