অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে খোদ রামমন্দিরও ধ্বংস করে দিতে পারে বিজেপি, বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতার। তাঁর সাফ দাবি, সেই ঘটনাকে হাতিয়ার করেই ফের ভোটব্যাঙ্ক উপচে পড়বে মোদি সরকারের। এ প্রসঙ্গে ঠিক কী বলেছেন তিনি? আসুন শুনে নিই।
দীর্ঘ আন্দোলনের পর মিলেছিল বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির অনুমতি। মন্দির নির্মাণকে সামনে রেখেই একাধিক রাজনৈতিক প্রকল্পের পালে হাওয়া দিয়েছিল দেশের গেরুয়া শিবির। আসন্ন নির্বাচনে, আবারও সেই রামমন্দিরকেই প্রচারের হাতিয়ার করতে পারে বিজেপি। তবে নির্মাণ নয়, এবার বিজেপির অস্ত্র হবে রাম মন্দির ধ্বংস। এমনটাই দাবি কর্ণাটকের কংগ্রেস নেতা বি আর পাটিল-এর।
চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি। আর সেই ক্ষমতা দখলের লক্ষ্যেই রামমন্দিরকে নতুনভাবে ব্যবহার করতে পারেন মোদি, এমনটাই দাবি পাটিলের। রামমন্দির ইস্যুতে মোদি সরকারকে তোপ দাগতে গিয়ে, সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন হাত শিবিরের ওই নেতা। কংগ্রেস নেতার কথায়, নির্বাচনের আগেই বোমাবাজি করে রামমন্দির উড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কাজ করবে বিজেপির লোকেরাই। তবে ঘটনার দায় চাপানো হবে মুসলিমদের উপর। আর এই ইস্যু সামনে রেখেই আসন্ন নির্বাচনেও জিতবেন নরেন্দ্র মোদি। পাটিলের সাফ দাবি, এহেন নাশকতামূলক কাজ করেই হিন্দুত্ববাদের পালে হাওয়া দিতে পারে গেরুয়া শিবির। যা মুসলিমবিদ্বেষ বাড়িয়ে হিন্দু ভোটকে একজোট করবে, সব ভোট যাবে ‘মোদি’ ব্যাঙ্কেই। তবে তাঁর এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়। পাটিলের এই বক্তব্যের পালটা তোপ দেগেছে বিজেপিও। গেরুয়া শিবিরের সাফ দাবি, হিন্দুত্ববাদের ভিতে বারবার আঘাত করাই বিরোধীদের অভ্যাস। আর এবার তাদের কুনজর পড়েছে রামমন্দিরের উপর। সম্প্রতি ডিএমকে নেতা স্ট্যালিনের ‘সনাতন ধর্ম’-কে ধ্বংস করার মন্তব্য নিয়ে লাগাতার আক্রমণ শানিয়েছে বিজেপি। আর এবার পাটিলের নয়া মন্তব্যে তাদের পালটা তোপ, আসলে সাম্প্রদায়িক অশান্তিকে উসকে দিতে রামমন্দিরকে হাতিয়ার করতে চাইছে কংগ্রেসই, আর সে কথাই মুখ ফসকে বলে ফেলেছেন কংগ্রেস নেতা বি আর পাটিল।
একসময় রামমন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়েছে, এই দাবিকে ঘিরেই সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়েছিল গোটা দেশ জুড়ে। শেষ পর্যন্ত আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষা এবং সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় মোতাবেক অযোধ্যার ওই বিতর্কিত জমিতেই রাম মন্দির গড়ার কাজ চলছে। চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই মন্দির নির্মাণ শেষ করে তা উদ্বোধন করার লক্ষ্য নিয়েছে বিজেপি। সেই মন্দিরই ফের ধংস করে ফের ভোট ব্যাংক ভরাবে বিজেপি, এই মর্মেই এবার তোপ দাগলেন কংগ্রেস নেতা বি আর পাটিল। কিন্তু কংগ্রেস নেতার সেই মন্তব্যকে হাতিয়ার করেই এবার ধর্মের ইস্যুতে পালটা দিলেন মোদি-ভক্তরা।