গুজরাতে প্রায় ৪০ বছরের পুরনো একটি ব্রিজ ভেঙে পড়ল নদীতে। রবিবার গুজরাতের সুরেন্দ্রনগর এলাকায় এ ঘটনা ঘটে। ফলে, পানিতে তলিয়ে যান অন্তত ১০ জন। গুরুতর জখম অন্তত ৪ জন। এখনও খোঁজ মেলেনি ৬ জনের।
জানা গেছে, গুজরাতের অন্যতম পুরনো এই ব্রিজের উপর দিয়ে নিয়মিত চলাচল করত ভারী গাড়ি। পণ্য বোঝাই গাড়ি থেকে বাইক সবই চলাচল করত এই সেতুর উপর দিয়ে। রবিবার সন্ধ্যায় আচমকা ব্রিজটি ভেঙে পড়তেই তলিয়ে যায় বেশ কয়েকটি মোটরবাইক এবং ডাম্পার। কমপক্ষে ১০ জন তলিয়ে যান ভোগাভো নদীতে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন গুজরাতের সুরেন্দ্রনগর থানার পুলিশবাহিনী। সেই সঙ্গে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে উদ্ধারকাজ। পুলিশের কথায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সুরেন্দ্রনগর থানার এক আধিকারিকের কথায়, ব্রিজটি চূরা এলাকার সঙ্গে জাতীয় সড়কের সংযোগের অন্যতম মাধ্যম ছিল। প্রতিদিনই এই ব্রিজ দিয়ে চলাচল করত বহু ভারী গাড়ি। ভার বহন করতে না পেরেই এই দুর্ঘটনা, বক্তব্য পুলিশের। জানা গেছে, ভারী গাড়ি চলাচল সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছিল। তবে সে বারণের তোয়াক্কা না করে একই ভাবে চলছিল পণ্য বোঝাই গাড়ি চলাচল, তার জেরেই এই দুর্ঘটনা, দাবি পুলিশের। প্রশ্ন উঠছে কেন এত দিনের পুরনো ব্রিজ সংস্কার করা হয়নি। পুলিশের বক্তব্য, অচিরেই সংস্কারের পরিকল্পনা চলছিল, সেই কারণেই ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। তবে তার আগেই ঘটে গেল এই দুর্ঘটনা।