আমেরিকায় বন্দুকবাজের হামলায় মৃত-৩


রিয়াজ উদ্দিন: , আপডেট করা হয়েছে : 24-09-2023

আমেরিকায় বন্দুকবাজের হামলায় মৃত-৩

ফের আমেরিকায় আটলান্টায় এক শপিং মলের কাছে বন্দুকবাজের হামলায় এক কিশোর-সহ ৩ জনের মৃত্যু হয়েছে।  আমেরিকার স্থানীয় সময় দুপুর দেড়টায় ওই হামলার ঘটনা ঘটে। এরপরই এলাকা ঘিরে ফেলে পুলিশ। জানা গেছে, ৩ জন মৃতের মধ্যে একজন হামলাকারী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এক ব্যক্তি বন্দুক হাতে আচমকাই গুলি চালায়। তাঁর গুলিতে দুজন আহত হন। একজন সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন। অন্যজন পালটা গুলি চালান। তারপর তিনিও লুটিয়ে পড়েন। মারা যায় হামলাকারীও। পুলিশ তদন্ত শুরু করেছে। এর পিছনে আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

গত কয়েকমাস ধরেই একের পর এক বন্দুকবাজের হামলা হয়েছে আমেরিকায়। পুলিশ ও প্রশাসনের শত চেষ্টা সত্ত্বেও কিছুতেই থামছে না এমন ঘটনা। গত বছরের জুন মাসে বহুচর্চিত আগ্নেয়াস্ত্র নিয়য়ন্ত্রণ বিলে (Gun violence bill) সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এর ফলে বন্দুক কেনার আগে ক্রেতার রেকর্ড আরও বেশি করে খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে খদ্দেরকে বেশকিছু শর্তও পূরণ করতে হবে। কিন্তু নতুন আইনেও পরিস্থিতি বিশেষ বদলায়নি তা এদিনের ঘটনায় স্পষ্ট।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]