ভয়াবহ বোমা হামলায় মৃত ১৮


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-09-2023

ভয়াবহ বোমা হামলায় মৃত ১৮

ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সোমালিয়া। বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছে এবং ৪০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই বোমা বিস্ফোরণটি ঘটেছে সোমালিয়ার বেলেডওয়েন শহরে।

নিরাপত্তা চেকপোস্টের কাছে বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে সেখানে উপস্থিত গাড়িগুলো টুকরো টুকরো হয়ে যায়।

দূর আকাশে ধোঁয়ার ঢেউ উঠতে লাগল। হিরশাবেলে প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনার মহাপরিচালক আবদিফাতাহ মোহাম্মদ ইউসুফ ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। ৪০ জনের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। উন্নত চিকিত্‍সার জন্য তাকে মোগাদিশুতে নিয়ে যাওয়া হয়েছে।

এখনও পর্যন্ত ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে: অন্যদিকে, বেলেডওয়েন পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের বেশিরভাগই আশেপাশের মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। এই প্রচণ্ড বিস্ফোরণে বহু ভবন ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু লোক আটকে থাকার আশঙ্কা রয়েছে।

আল-শাবাব সন্ত্রাসীদের উপর হামলার সন্দেহ: এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে। প্রায় পাঁচ-ছয় দিন আগে আল-শাবাব জঙ্গিরা সোমালিয়ায় বড় ধরনের সন্ত্রাসী হামলা চালায়। ১৬৭ জন সেনা নিহত হয়। এছাড়া অনেক সামরিক সরঞ্জামও ধ্বংস করা হয়। উল্লেখ্য, আল-শাবাব সোমালিয়ার একটি বড় জিহাদি সন্ত্রাসী গোষ্ঠী। ২০০৬ সালে অস্তিত্বে আসা এই গোষ্ঠীর লক্ষ্য সোমালিয়া সরকারকে উত্‍খাত করা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]