বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বেড়ে ৬০ লাখ ছাড়িয়েছে


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 09-03-2022

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বেড়ে ৬০ লাখ ছাড়িয়েছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৭৯৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দুই হাজারের বেশি। আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৪ হাজার ৫৪৩। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৩৪ হাজার ৪৩৫ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯৯ হাজার ৮৮৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ৩ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার ৯১০ জনে।

বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ১৮৬ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৪৮ লাখ ৬৯ হাজার ৬৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ হাজার ২৮২ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩২২ জন এবং মারা গেছেন ১ হাজার ১১৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১০ লাখ ১২ হাজার ৬৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৮৭ হাজার ৬০৬ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৫ হাজার ৪৯৫ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৪৪ হাজার ৯৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৫২ হাজার ৯৩৬ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৮০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৩৮৮ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৫ হাজার ৩৮৬ জন।

যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৯০০ জন এবং মারা গেছেন ২১২ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশে এখন পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৭ হাজার ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬২ হাজার ৩৫৯ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৬ হাজার ৫৭৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৩৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৬০১ জনের।

এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ১৩ জন এবং মারা গেছেন ৫৮৩ জন। একই সময়ে স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৪৯ জন এবং মারা গেছেন ২৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৪০৭ জন এবং মারা গেছেন ১৩০ জন। ইতালিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ১৯১ জন এবং মারা গেছেন ১৮৪ জন। গত একদিনে ইন্দোনেশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ১৪৮ জন এবং মারা গেছেন ৪০১ জন।

এছাড়া, ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৯৩ হাজার ৫০ জন এবং মারা গেছেন ১৬৭ জন। জাপানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ১১৪ জন।

গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ২১৭ জন, চিলিতে ৩৪ জন, আর্জেন্টিনায় ৫৯ জন, ইরানে ১৪৪ জন, রোমানিয়ায় ৯৭ জন, হাঙ্গেরিতে ৫৯ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ৪২ জন মারা গেছেন।

রাজশাহীর সময় / এম আর


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]