ক্রিমিয়ায় জেলেনস্কির সম্পত্তি বেচে দিচ্ছে রাশিয়া!


আন্তর্জাতিক ডেস্ক : , আপডেট করা হয়েছে : 16-09-2023

ক্রিমিয়ায় জেলেনস্কির সম্পত্তি বেচে দিচ্ছে রাশিয়া!

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ক্রিমিয়ার পেন্টহাউস দখল করে নিয়েছে রাশিয়া। ভারতীয় মুদ্রায় যার দাম পড়েছিল ৬ কোটি টাকা। এবার জানা গেল, ক্রিমিয়ার ১০০টি ইউক্রেনীয় সম্পত্তি বিক্রি করে দেবে মস্কো। যার মধ্যে অন্যতম জেলেনস্কির সম্পত্তি।

ক্রেমলিন পার্লামেন্টের মুখপাত্র ভ্লাদিমির কনস্ট্যানিটভ জানিয়েছেন, শিগগিরি ইউক্রেনের বহু সম্পত্তি দ্রুত নিজেদের দখলে নেবেন তাঁরা। যার সম্মিলিত মূল্য ৮.৫১ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সম্পত্তিও।

২০১৪ সাল থেকে ইউক্রেনের অংশ ক্রিমিয়া রাশিয়ার দখলে চলে যায়। ফেব্রুয়ারিতেই রুশ প্রশাসন জানিয়েছিল, ক্রিমিয়ার প্রায় ৫০০ সম্পত্তি দখলে নিয়েছে তারা। এর মধ্যে ইউক্রেনের ব্যবসায়ী ও জনপ্রিয় ব্যক্তিদের সম্পত্তিও রয়েছে। পরে মে মাসে জানা যায়, জেলেনস্কির পেন্টহাউসও দখল নিয়েছে প্রশাসন।

দেখতে দেখতে দেড় বছর হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। এখনও নিষ্পত্তি হয়নি লড়াইয়ের। বরং ক্রমেই উলটো লড়াই দিয়ে চলেছে কিয়েভ। দাবি, বারবার মস্কোয় হামলা চালাচ্ছে তারা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]