বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ম্যাক্রোঁর শ্রদ্ধা, ঘুরে দেখলেন জাদুঘর


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-09-2023

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ম্যাক্রোঁর শ্রদ্ধা, ঘুরে দেখলেন জাদুঘর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ঢাকা সফরের দ্বিতীয় দিনে গতকাল সকালে ধানমন্ডি-৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর প্রবেশ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে। এ সময় জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা এবং তার ছেলে   রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বাংলাদেশে সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে জাদুঘর ঘুরিয়ে দেখান। তারা পঁচাত্তরের ১৫ আগস্টের কালরাতে ধানমন্ডির এই বাড়িতে ঘটে যাওয়া নৃশংস ঘটনা ফরাসি প্রেসিডেন্টের কাছে বর্ণনা করেন। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের ইতিহাসও ফরাসি প্রেসিডেন্টকে জানান তারা। যেখানে প্রত্যন্ত গ্রামের বালক থেকে জাতির নেতা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়। পরবর্তীতে ভাষা, স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। জাদুঘরের সংরক্ষিত পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন ম্যাক্রোঁ। পরিদর্শন বইয়ে তিনি লেখেন, আমি শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যিনি তাঁর জাতির স্বাধীনতা, ভাষা, সংস্কৃতি এবং বাংলাদেশের জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। পরিদর্শন বইতে তিনি আরও লেখেন, তাঁর পরিবারের সদস্যদের মধ্য থেকে আরও যারা নিহত হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সঙ্গে ফ্রান্সের জনগণের বন্ধুত্বের কথা স্মরণ করছি। এর আগে ১৯৯০ সালের ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন। এরপর দ্বিতীয়বারের মতো কোনো ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]