লিবিয়ায় বন্যায় মৃত ১৫০ জন


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-09-2023

লিবিয়ায় বন্যায় মৃত ১৫০ জন

ব্যাপক ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত লিবিয়া। এখনো পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত কয়েকদিনে লিবিয়ার পূর্বাঞ্চলে প্রচন্ড ঝড়-বৃষ্টি। উদ্ধারকাজ করতে গিয়ে নিখোঁজ ৭ সেনাকর্মী। প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে ভেসে গিয়েছে ঘর-বাড়ি, রাস্তাঘাট, সেতু। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্কুল, কলেজ, অফিস থেকে তেল বন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে সামগ্রিকভাবে পূর্ব লিবিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে শক্তিশালী ঝড় ড্যানিয়েল আঘাত হানে। তবে এই ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লিবিয়ার পূর্বাঞ্চল। প্রচণ্ড ঝড়ের সঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাতও হয়। এর ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লিবিয়া প্রশাসনের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে

শক্তিশালী ঝড় ড্যানিয়েলের প্রভাবে ও তার জেরে হওয়া বৃষ্টিতে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। তারপর উদ্ধারকাজে নেমে লিবিয়ার ৭ সেনাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছেন।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি ও সুসে, দেরনা ও আল-মারজ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতা বানভাসী হয়েছে। শহরের বানভাসী পরিস্থিতির বেশ কিছু ছবি ও ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, জলের তোড়ে ভেসে যাচ্ছেন ব্যক্তিও। আবার বিলাসবহুল গাড়ির ছাদটুকু কেবল দেখা যাচ্ছে। বাকি অংশ জলের নীচে। গাড়ির ছাদে কয়েকজন বসে রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় এবং দুর্গতদের উদ্ধারের ব্যাপারে সবরকম সহায়তা করার ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আব্দুলহামিদ দ্বইবা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় লিবিয়ার পূর্বাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, অফিসের পাশাপাশি চারটি তেল বন্দরও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছে রাষ্ট্রসঙ্ঘও

প্রসঙ্গত, গত সপ্তাহে গ্রিস, তুরস্ক ও বুলগেরিয়ায় আছড়ে পড়েছিল ড্যানিয়েল ঝড়। এক ডজনের বেশি মানুষের মৃত্যু হয়। এরপর ঝড়টি মিশরের পশ্চিমাঞ্চলের দিকে এগোচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরেই এই ধরনের ঝড়ের উত্‍পত্তি বলে জানাচ্ছেন আবহবিদরা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]