বাংলাদেশ-ফ্রান্সের মধ্যে ঋণচুক্তি ও সম্মতিপত্র স্বাক্ষর


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-09-2023

বাংলাদেশ-ফ্রান্সের মধ্যে ঋণচুক্তি ও সম্মতিপত্র স্বাক্ষর

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে একটি ঋণচুক্তি ও একটি সম্মতিপত্র স্বাক্ষর হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ ঋণচুক্তি ও সম্মতিপত্র স্বাক্ষর হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) করবি হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর উপস্থিতিতে চুক্তিপত্র দুটি স্বাক্ষর করে বিনিময় করা হয়।

চুক্তি দুটির একটি হলো- ‘ইমপ্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম’ বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ফ্রান্সের ফ্রান্স ডেভেলপমেন্ট সংস্থার (এএফডি) মধ্যে ক্রেডিট ফ্যাসিলিটি অ্যাগ্রিমেন্ট এবং আরেকটি হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম সম্পর্কিত ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এসএএসের মধ্যে সহযোগিতার বিষয়ে লেটার অব ইনটেন্ট (এলওআই) চুক্তি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]