নিউ ইয়র্কে ট্রাফিক পুলিশে যোগ দিলেন আরও ৭৫ বাংলাদেশি


নিউ ইয়র্ক , আপডেট করা হয়েছে : 07-03-2022

নিউ ইয়র্কে ট্রাফিক পুলিশে যোগ দিলেন আরও ৭৫ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ট্রাফিক পুলিশে যোগ দিয়েছেন আরও ৭৫ জন বাংলাদেশি। গত ৪ মার্চ পুলিশ সদর দফতরে নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়। এতে ১৩৮ জন নতুন এজেন্ট পুলিশ একাডেমির প্রশিক্ষণ শেষ করে চাকুরীর দায়িত্ব গ্রহন করেন। ১৩৮ জন নতুন এজেন্ট পুলিশের মধ্যে ৭৫ জন বাংলাদেশি রয়েছেন। আর একাডেমিতে প্রশিক্ষণকালে সবচেয়ে বেশি নম্বর পেয়ে যিনি সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হবার গৌরব অর্জন করেছেন তিনিও একজন বাংলাদেশি। তার নাম নুসরাত চৌধুরী। 

উক্ত ১৩৮ জন নিউ ইয়র্কের ৫টি বোরো বা পৌরসভার বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন। উক্ত গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীফ অব দ্যা ডিপার্টমেন্ট রোডনী কে হ্যারিসন।

এছাড়াও প্রায় ২ ডজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রিকি মরিসন, সকুনবি অলুফেমী, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ট্রাফিক পুলিশের সিনিয়র এজেন্ট খান শওকত। তারা নবাগত এজেন্টদেরকে অভিনন্দন জানিয়েছেন।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]