স্কুলে ছাত্রীদের বোরকা পরা নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে ফ্রান্স। সিদ্ধান্তটি বাস্তবায়নে সোমবার (৪ এপ্রিল) ৫ শতাধিক স্কুলকে নজরদারির মধ্যে রাখা হয়। দেশটির নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।কিছুদিন আগে মুসলিম নারী শিক্ষার্থীদের স্কুলে বোরকা পরা নিষিদ্ধ করেছে দেশটি।
সোমবার থেকে সিদ্ধান্তটি কার্যকর শুরু হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে সহিংসতার আশঙ্কা এড়াতে নজরদারির সিদ্ধান্ত নেয় দেশটির কর্তৃপক্ষ।ফরাসি শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল আরটিএল রেডিওকে বলেন, ৫১৩ টি প্রতিষ্ঠানকে বছরের শুরুতেই আমরা চিহ্নিত করেছিলাম। যাতে বোরকা পরা নিয়ে কোনও উত্তেজনার সৃষ্টি না হয়।তিনি আরও বলেন, বোরকা নিষিদ্ধের প্রশ্নে স্কুলে সমস্যা দেখা দিলে প্রয়োজনে নির্দিষ্ট বিদ্যালয়গুলোতে স্কুল পরিদর্শক পাঠাব। ফ্রান্সে মোট ৪৫ হাজার স্কুল রয়েছে।
সোমবার নতুন শিক্ষাবর্ষে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী শ্রেণিকক্ষে ফিরেছে।গত মাসের সিদ্ধান্ত অনুযায়ী, স্কুলে মেয়েদের বোরকা পরা নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এই পোশাক শিক্ষা প্রতিষ্ঠানের ধর্ম-নিরপেক্ষতা ও স্কুলের নিয়ম-কানুন ভঙ্গ করে। এর আগে দেশটির স্কুলগুলোতে হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছে। ২০০৪ সালের মার্চ মাসে প্রবর্তিত একটি আইনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্কার্ফ বা হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছে। ওই আইন অনুসারে, স্কুল শিক্ষার্থীরা ধর্মীয় অনুষঙ্গ প্রদর্শন করে এমন চিহ্ন বা পোশাক পরতে পারবে না।