এবার আমেরিকার প্রতিবেশী দেশ কানাডায় বিয়েবাড়িতে বন্দুকবাজের হামলা। আনন্দের মাঝেই হামলায় মৃত্যু হল দু’জনের। গুরুতর আহত আরও ছ’জন। স্থানীয় সময় শনিবার রাতে এলোপাথাড়ি গুলি চলে বিয়েবাড়িতে। তবে এখনও বন্দুকবাজের হদিশ মেলেনি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে আটকও করতে পারেনি পুলিশ।
কানাডার অটাওয়া শহরের একটি হলে পাশাপাশি দু’টি বিয়ের অনুষ্ঠান চলছিল। প্রচুর অতিথি সমাগম হয়েছিল দুই বিয়ের ক্ষেত্রেই। অনুষ্ঠান চলাকালীনই হঠাৎ গুলির আওয়াজ শোনা যায়। স্থানীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ গুলি চলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে। এদিক ওদিক ছুটে পালিয়ে গিয়ে প্রাণরক্ষা করতে চেষ্টা করেন। তাতেই বিপত্তি আরও বাড়ে।
নিকো নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি অন্তত ১৫-১৬টা গুলির আওয়াজ পেয়েছি। সকলে চিৎকার করে পালাতে গেলে পুলিশ বলে ঘটনাস্থল ছেড়ে বেরনো যাবে না। বিয়ের অনুষ্ঠানে একেবারেই নিরাপত্তা ছিল না। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দু’জনেই কানাডার নাগরিক। তাঁদের বয়স যথাক্রমে ২৬ ও ২৯ বছর। আহতদের মধ্যে মার্কিন নাগরিকরাও রয়েছেন। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল।
তবে এখনও বন্দুকবাজকে চিহ্নিত করতে পারেনি স্থানীয় পুলিশ। কেন হামলা হল, সেই কারণও অজানা। পুলিশের তরফে বলা হয়েছে, নানা টুকরো টুকরো তথ্য থেকে গোটা তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। তবে জাতিবিদ্বেষী কারণেও বিয়েবাড়িতে হামলা হয়ে থাকতে পারে। শনিবার রাতে হামলার পর দু’দিন কেটে গেলেও এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রসঙ্গত, কানাডার রাজধানী শহরে চলতি বছরে বন্দুকবাজের হামলার বলি হয়েছেন ১২ জন।