ঢাকা-নারিতা পথে বিমানের সরাসরি ফ্লাইট চালু


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-09-2023

ঢাকা-নারিতা পথে বিমানের সরাসরি ফ্লাইট চালু

দীর্ঘ ১৭ বছর পর ঢাকা থেকে জাপানের নারিতায় গেল বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট। শুক্রবার রাত পৌনে ১২টায় ২৩০ যাত্রী নিয়ে বোয়িং ৭৮৭-৮০০ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। মাত্র ৬ ঘণ্টায় এটি নারিতা পৌঁছে।

এদিন রাতে বিমানবন্দরে এ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। অনুষ্ঠানে তিনি বলেন, সরাসরি এ ফ্লাইটের ফলে যোগাযোগ ব্যবস্থা ছাড়াও বাংলাদেশ এবং জাপানের মধ্যে প্রযুক্তি, ব্যবসাবাণিজ্য, শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে। সময় কম লাগায় বাঁচবে অর্থ; বেশি আগ্রহী হবেন উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুকরা। এ সময় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি বলেন, বিমানের সরাসরি ফ্লাইটের কারণে দু’দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরও উন্নত হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, সচিব মোকাম্মেল হোসেন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান,  বিমান বোর্ডের সদস্য তানজিম আলম, বিজিএমইএ চেয়ারম্যান ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিমানের কর্মকর্তারা জানান, শুধু নারিতা নয়; আরও নতুন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছেন তারা। এর মধ্যে ঢাকা-নিউইয়র্ক অন্যতম। এ ছাড়া বন্ধ থাকা চীনের গুয়াংজু, ভারতের দিল্লি পথেও ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বিমান।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]