নাটোরে ৪ দফা দাবিতে ধর্মঘট করছে ম্যাটস্ এর শিক্ষার্থীরা


নাটোর: , আপডেট করা হয়েছে : 02-09-2023

নাটোরে ৪ দফা দাবিতে ধর্মঘট করছে ম্যাটস্ এর শিক্ষার্থীরা

অসঙ্গতিপূর্ণ নামে বোর্ড গঠনের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করাসহ ৪ দফা দাবিতে নাটোরে ছাত্র ধর্মঘট করছে নাটোর ম্যাটস্ এর শিক্ষার্থীরা।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নাটোর প্রেস ক্লাব চত্ত্বরে আধুনিক সদর হাসপাতালের ডিএমএফ ইন্টার্নস্টুডেন্টদের আয়োজনে অবস্থান কর্মসূচী গ্রহন করে নাটোর ম্যাটস্ এর শিক্ষার্থীবৃন্দ। অবস্থান কর্মসূচীতে বিডিএমএ নাটোর শাখার সভাপতি ডাঃ মোশারফ হোসেন শিক্ষার্থীদের ৪ দফা দাবি নিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়াও ডাঃ মিজানুর রহমসান, ডাঃ তারেক, ম্যাটস্-র শিক্ষার্থী রিয়াজিুল ইসলাম বক্তব্য প্রদান করেন।

ম্যাটস্ শিক্ষার্থীদের দাবিগুলো হলো বঙ্গবন্ধু পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি ও অবিলম্বে নিয়োগ দিতে হবে, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে ও অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]