নাটোরের সিংড়ায় মীর আমেনা ট্রাভেলস এন্ড ট্যুরস এর অধীনে হজ্ব প্যাকেজ যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মীর আমেনা ট্রাভেলস এন্ড ট্যুরস এর অধীনে এবং মোস্তাক বিন সুলতানের নেতৃত্বে উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চার মাথা মোড় থেকে ৩০ জন ওমরাহ হজ্ব গমন ইচ্ছুক যাত্রীদের নিয়ে একটি বাস ঢাকার উদ্দ্যে রওনা হয়েছেন।
বিয়াশ চার মাথা থেকে যাত্রা শুরুর আগে একটি সংক্ষিত দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিয়াশ আরাবিয়া কওমী মাদ্রাসার মাহতামিম মাওলানা মোঃ আব্দুল হান্নান।
মোস্তাক বিন সুলতান বলেন, প্রত্যন্ত চলনবিল অঞ্চলের এই বিয়াশ চার মাথা মোড় থেকে ৩০ জন ওমরাহ হজ্ব গমন যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দ্যে রওনা হচ্ছি। আশা করি যথা সময়ের মধ্যে তাদেরকে নিয়ে সৌদিতে পৌছে যাবো ইনশা আল্লাহ। সকলের কাছে দোয়া চাই ২৪ দিনের এই ওমরাহ হজ্ব প্যাকেজের মাধ্যমে যেন সঠিক নিয়মে ওমরাহ পালন শেষে সবাইকে নিয়ে দেশে ফিরতে পারি।