বিশ্বজুড়ে করোনায় কমেছে মৃত্যু-সংক্রমণ, প্রাণহানির শীর্ষে রয়েছে রাশিয়া


, আপডেট করা হয়েছে : 06-03-2022

বিশ্বজুড়ে করোনায় কমেছে মৃত্যু-সংক্রমণ,  প্রাণহানির  শীর্ষে রয়েছে রাশিয়া

সারাবিশ্বে করোনায় মৃত্যু এবং সংক্রমিত রোগীর সংখ্যা দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে পৌনে ১৪ লাখের নিচে।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিনের মত দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ভারত, মেক্সিকো, ফ্রান্স, জাপান, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, ইতালি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ কোটি ৫১ লাখে।

রবিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৬৩৭জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ১৫ হাজার ৪৮ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৭০ হাজার ৫৩৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সাড়ে তিন লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৫১ লাখ ২২ হাজার ৯৬১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ১৫৩ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৩ হাজার ৯০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৪ হাজার ৬৭০ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৭৬৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬৮ লাখ ৬১ হাজার ৭৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৫৩৭ জনের।

এছাড়াও যেসব দেশে শনিবার করোনায় সংক্রমণ-মৃত্যুর সংখ্যা বাড়তে কমতে দেখা গেছে, সেই দেশসমূহ হলো— ব্রাজিল (নতুন আক্রান্ত ৫৮ হাজার ৭৩৭ জন, মৃত্যু ৬৪৫ জন), যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ১৬ হাজার ২১৩ জন, মৃত্যু ৩২৮ জন), ভারত (নতুন আক্রান্ত ৫ হাজার ১৮১ জন, মৃত্যু ১৫৫ জন), মেক্সিকো (নতুন আক্রান্ত ৯ হাজার ৭৪৮ জন, মৃত্যু ৩০৮ জন), পোল্যান্ড (নতুন আক্রান্ত ১২ হাজার ৭৩৭, মৃত্যু ১৯৯ জন, জাপান (নতুন আক্রান্ত ৬৪ হাজার ৩৩৩ জন, মৃত্যু ২৫৫ জন), ইতালি (নতুন আক্রান্ত ৩৯ হাজার ৯৬৩ জন, মৃত্যু ১৭৩ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৫৩ হাজার ৬৭৮ জন, মৃত্যু ১২০ জন) এবং ইন্দোনেশিয়া (নতুন আক্রান্ত ৩০ হাজার ১৫৬ জন, মৃত্যু ৩২২ জন)।

এর আগের দিন শনিবার বিশ্ব করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৬ লাখ ৫১ হাজার ২০৪ জন এবং এই রোগে মৃত্যু হয়েছিলো ৮ হাজার ৮১ জনের।

রাজশাহীর সময় / এম আর


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]