কনের বয়স ২৫ এবং তার কম হলেই মিলবে পুরস্কার; চিনের অভিনব উদ্দ্যোগ


আন্তর্জাতিক ডেস্ক : , আপডেট করা হয়েছে : 30-08-2023

কনের বয়স ২৫ এবং তার কম হলেই মিলবে পুরস্কার; চিনের অভিনব উদ্দ্যোগ

কনের বয়স ২৫ এবং তার কম হলেই মিলবে পুরস্কার! যুবক-যুবতীরা যাতে কম বয়সে বিয়ের পিঁড়িতে বসেন, সে দিকে জোর দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে চিনের একটি প্রদেশে। চিনে জন্মহার কমেছে। যা উদ্বেগ বাড়িয়েছে শি জিনপিং সরকারের। জন্মহার ঠিক রাখতে যুবক-যুবতীরা যাতে কম বয়সে বিয়ে করেন, সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন।

চ্যাংশন প্রদেশে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সঠিক বয়সে বিয়ে করলে এবং সন্তান প্রসব করলে পুরস্কার দেওয়া হবে দম্পতিকে। শুধু তাই নয়, শিশুদের চিকিৎসা, পড়াশোনার খরচেও ছাড় দেওয়া হবে। চিনে বিয়ের জন্য পুরুষদের বয়সের সীমা ২২। মহিলাদের ক্ষেত্রে এই বয়ঃসীমা ২০। পুরস্কারমূল্য ভারতীয় মুদ্রায় ১১ হাজার ৩১৭ টাকা।

গত ছয় দশকে নজিরবিহীন ভাবে জনসংখ্যা কমেছে চিনে। সরকারি পরিসংখ্যান সংস্থা ‘ন্যাশনাল ব্যুরো স্ট্যাটিস্টিকস্’-এর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে চিনের জনসংখ্যা গত ৬০ বছরে এই প্রথম বার এমন হারে কমেছে। এমনকি, ২০২২ সালে জন্মহারেও কমতি দেখা দিয়েছে চিনে। পরিসংখ্যান থেকে জানা যায়, আগের বছর ১৪১ কোটির মধ্যে চিনের জনসংখ্যা ৮ লক্ষ ৫০ হাজার কমেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর, ১৯৬০ সালে চিনে জনসংখ্যা অস্বাভাবিক হারে কমে গিয়েছিল। বর্তমানে আবার চিন একই রকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। এর পরই জন্মহার ঠিক রাখতে তৎপর হয় জিনপিং প্রশাসন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]