ফ্লোরিডায় বন্দুকবাজের হামলায় নিহত ৩ কৃষ্ণাঙ্গ


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-08-2023

ফ্লোরিডায় বন্দুকবাজের হামলায় নিহত ৩ কৃষ্ণাঙ্গ

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন।

নিহত তিনজনই কৃষ্ণাঙ্গ। রবিবার দেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত ফ্লোরিডার জ্যাকসনভিল শহরের একটি স্টোরে এ ঘটনা ঘটে।

এদিকে বন্দুক হামলা চালিয়ে ওই তিনজনকে হত্যার পর শ্বেতাঙ্গ ওই হামলাকারী নিজেও মারা গেছেন।

তিনি আত্মহত্যা করেছেন বলে অনেকে ধারণা করছেন।

স্থানীয় পুলিশ বলছে, হামলাকারীর বয়স ২০ বছরের মতো। শ্বেতাঙ্গ ওই হামলাকারী বর্ণবিদ্বেষী ছিলেন। হামলার সময় তিনি আত্মঘাতী বন্ধনী (ভেস্ট) পরেছিলেন। তার হাতে এআর-রাইফেল ও হ্যান্ডগান ছিল। ডলার জেনারেল নামে একটি দোকানে ঢুকে তিনি গুলি চালাতে শুরু করেন। হামলাকারীর লক্ষ্য ছিলেন শুধু কৃষ্ণাঙ্গরা। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা।

হামলাকারীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। অভিযুক্ত এই হামলাকারী তার বাবা-মায়ের সাথে জ্যাকসনভিলের ক্লে কাউন্টিতে থাকতেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে এফবিআই।

এদিকে জ্যাকসনভিলের মেয়র ডোনা ডিগান এটিকে ঘৃণাপূর্ণ অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এই ধরনের হামলা মোকাবিলা করা খুবই কঠিন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]