পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 27-08-2023

পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরে অবৈধ বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে আট জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি এখন পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্ফোরণ কিংবা মৃত্যু খবর নিশ্চিত করা হয়নি। ‌
 
স্থানীয় গণমাধ্যম দাবি করছে, রোববার (২৭ আগস্ট) সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ‌ বেশ কয়েকটি বাড়িতে অবৈধ আতশবাজি এবং বোমা তৈরি করা হতো বলে স্থানীয়রা অভিযোগ করছেন। তাদের আরো অভিযোগ স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক দলের প্রভাবের কারণেই এ ধরনের অবৈধ আতশবাজি কারখানা ও বোমা তৈরির কারখানা চালিয়ে আসছিল একদল সমাজবিরোধী। এর আগেও এলাকার লোকজন স্থানীয় থানা এবং প্রশাসনকে এ বিষয়ে অভিযোগ জানায়। তবে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। 
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বিস্ফোরণস্থলের আশেপাশে অন্তত ২০-২৫টি বাড়ি ভেঙে পড়েছে। ‌
 
এর আগে চলতি বছরের ১১ মে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছিল।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]