দুই বছরেরও বেশি সময় পর টুইটারে (বর্তমান এক্স) নিজের মগশটের ছবি পোস্ট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের পোস্টটি শেয়ার করে টুইটারের মালিক ইলন মাস্ক লিখেছেন: ‘নেক্সেট লেভেল’। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের মামলায় আত্মসমর্পণ করেন ট্রাম্প। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। অবশ্য ২০ মিনিট কারাবন্দি থাকার পরই জামিনে মুক্তি পান তিনি। তার জামিনে মুচলেকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ডলার।
কারাগারে আত্মসমর্পণের সময় ট্রাম্পের মগশট বা মুখমণ্ডলের ছবি তোলা হয়েছিল। এরপর ফুলটন কাউন্টি শেরিফের অফিস থেকে এটি জনসমক্ষে প্রকাশ করা হয়।
গত পাঁচ মাসে এই নিয়ে চারবার গ্রেফতার হলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তবে ইতিহাসে এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের মগশট প্রকাশিত হলো।
মগশটটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড করেন ট্রাম্প। এর সঙ্গে তিনি তার ওয়েবসাইটেরও ঠিকানা দিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন: ‘ নির্বাচনে হস্তক্ষেপ। কখনোই আত্মসমর্পণ করবেন না।’
২০২১ সালের জানুয়ারি মাসের পর এই প্রথম টুইটারে কোনো পোস্ট করলেন ট্রাম্প। এদিকে তার টুইটার পোস্টটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন টুইটারের মালিক ইলন মাস্ক। সেই সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন: ‘ইটস নেক্সট লেভেল বা এটা অন্য লেভেল’।
২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পকে তৎকালীন টুইটার থেকে ব্যান করেন টুইটারের তৎকালীন মালিক। পরে ইলন মাস্ক টুইটারের মালিকানা গ্রহণের পর গত বছরের ১৯ নভেম্বর সেই নিষেধাজ্ঞা তুলে নেন। তবে নিষেধাজ্ঞা তুলে নিলেও সে সময় টু্ইটারে ফেরেননি ট্রাম্প। তার মগশট প্রকাশের পর তিনি টুইটারে ফিরে এলেন।
সাধারণত মগশট বা অপরাধীর মুখমণ্ডলের ছবি অসম্মানজনক হিসেবে দেখা হয়। তবে ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টিকে অন্যভাবে দেখা যাচ্ছে। তিনি তার ছবিটিকে সাদরে গ্রহণ করেছেন এবং তার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে নিজস্ব ওয়েবসাইটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন।