পাবিপ্রবি’র নির্মাণাধীন ৯ তলা থেকে দড়ি ছিঁড়ে পড়ে ২শ্রমিকের মৃত্যু


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-08-2023

পাবিপ্রবি’র নির্মাণাধীন ৯ তলা থেকে দড়ি ছিঁড়ে পড়ে ২শ্রমিকের মৃত্যু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নির্মাণাধীন ১২তলা ছাত্রাবাসের নয়তলায় কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও একজন।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে নির্মাণাধীন বিশ্ববিদালয়ের শেখ রাসেল হলে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শ্রমিকরা হলেন রাজশাহীর গোদাগাড়ীর বিগ্রাম ঘন্টি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী (২৭) ও চাঁপাইনবাবগঞ্জের চর বাসুদেবপুর বাগানপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে তুহিন (২৫)। আহত রবিউল আওয়াল (৩০) চাঁপাইনবাবগঞ্জের চর অনুপনগর পশ্চিমপাড়া গ্রামের নয়ন আলীর ছেলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল হলের ৯ তলার বাইরের অংশে কাজ করছিলেন শ্রমিকরা। তারা দড়ি ঝুলিয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এসময় হঠাৎ দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান তিন নির্মাণশ্রমিক। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান।

প্রক্টর আরও জানান, বিশ্ববিদ্যালয়ের কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে এন এন হুদা কনস্ট্রাকশন লিমিটেড। শ্রমিকরাও ঠিকাদারের অধীনে কাজ করছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। দুর্ঘটনার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]