কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের বড় ছেলে জেনারেল হুন মানেট। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। হুন মানেট রয়্যাল কম্বোডিয়ার সেনাবাহিনীর কমান্ডার ছিলেন। ছেলেকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার মধ্য দিয়ে দেশটিতে হুন সেনের পরিবারের হাতে শাসন ক্ষমতা আরো দীর্ঘায়িত হল।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর হুন মানেট বলেন, আজ কম্বোডিয়ার জন্য ঐতিহাসিক দিন। ৩৮ বছর ক্ষমতায় থাকার পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে গত ২৬ জুলাই পদত্যাগ করেন হুন সেন। তখনই তিনি জানিয়েছিলেন যে, তার বড় ছেলে হুন মানেট হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তবে হুন সেন ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টির নেতার পদে রয়ে যাবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার হাতেই চূড়ান্ত নিয়ন্ত্রণ থেকে যাবে। হুন মানেট বলেন, তার সরকারের লক্ষ্য হল দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখা। একটি সমৃদ্ধ জাতি তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলাকে তিনি অগ্রাধিকার দেবেন। হুন মানেটের নতুন সরকারে স্থান পেয়েছে তার বেশ কয়েকজন আত্মীয় এবং হুন সেনের মিত্রদের সন্তান। তার মধ্যে হুন সেনের ছোট ছেলে হুন মানি সিভিল সার্ভিস মন্ত্রী হচ্ছেন। তার ভাতিজা পুলিশ প্রধান নেথ সাভয়ুন হচ্ছেন উপ-প্রধানমন্ত্রী।