গত ১০ মাসে আমেরিকায় বন্দুক হামলায় মৃত ২৫ হাজার ১৯৮


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-08-2023

গত ১০ মাসে আমেরিকায় বন্দুক হামলায় মৃত ২৫ হাজার ১৯৮

চলতি আর্থিক বছরের জুলাই মাস পর্যন্ত অর্থাত্‍ গত ১০ মাসে বাইডেন প্রশাসন আগ্নেয়াস্ত্র বিক্রির ১২২ জন অস্ত্র ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করেছে।

আগের অর্থ বছরে এ সংখ্যা ছিল ৯০টি এবং তারও আগে অর্থাত্‍ ২০২১ সালে ছিল মাত্র ২৭টি।

'দ্য ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ' সূত্রে ২০ আগস্ট এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, বন্দুক হিংসা এবং আগ্নেয়াস্ত্রের গুলিতে হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় বন্দুক নিয়ন্ত্রণ আইনের দাবিতে সোচ্চার আমেরিকাবাসীরা। কিন্তু অস্ত্র ব্যবসায়ীরা রিপাবলিকান সিনেটর-কংগ্রেসম্যানদেরকে বিপুল অঙ্কের চাঁদা প্রদান করায় কংগ্রেসে বিল পাশ করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় বিব্রত প্রেসিডেন্ট জো বাইডেন। কারণ, বাইডেনের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ আইন। এজন্যে বিকল্প হিসেবে বাইডেন অস্ত্র বিক্রেতাদের জন্যে কিছু শর্তারোপ করেছেন। সে সব শর্ত যারা লঙ্ঘন করছে তাদের লাইসেন্স বাতিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ১ আগস্ট পর্যন্ত বন্দুক হিংসায় আমেরিকায় কমপক্ষে ২৫ হাজার ১৯৮ জনের মৃত্যু হয়েছে। 'গান ভায়োলেন্স আর্কাইভ' সূত্র অনুযায়ী দৈনিক মৃত্যুর হার ১১৮। বন্দুকের গুলিতে মৃত্যুবরণকারীর মধ্যে ৮৭৯ জন তরুণ-তরুণী এবং শিশু ছিল ১৭০ জন। নিহতদের অধিকাংশই অর্থাত্‍ ১৪ হাজার জন নিজ অথবা পরিবারের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন। এভাবে দৈনিক আত্মহত্যার গড় সংখ্যা হচ্ছে ৬৬।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]