হাইতিতে সহিংসতায় সাড়ে ৭ মাসে নিহত ২৪০০: জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-08-2023

হাইতিতে সহিংসতায় সাড়ে ৭ মাসে নিহত ২৪০০: জাতিসংঘ

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে বিভিন্ন পক্ষের সহিংসতায় চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ২৪০০ এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

জাতিসংঘ প্রকাশিত তথ্যের বরাত দিয়ে শনিবার সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হাইতিতে সহিংসতায় নিহত বেশির ভাগ মানুষের প্রাণ গেছে দেশটিতে সক্রিয় বিভিন্ন অপরাধী চক্রের নৃশংসতায়।

এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে আইন হাতে তুলে নেয়া সাধারণ মানুষের গণপিটুনিতেও প্রাণ গেছে অপরাধ চক্রের সঙ্গে জড়িত কয়েকশ' মানুষের।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ে মুখপাত্র রাভিনা শ্যামদাসানি সাংবাদিকদের বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত হাইতিতে অন্তত ২ হাজার ৪৩৯ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে ৯০২ জন।

তিনি আরো উল্লেখ করেন, দেশটিতে উল্লেখিত সময়ে ৯৫১ জন অপহরণের শিকার হন। লোকজনের আইন হাতে তুলে নেয়ার প্রবণতা এ ক্ষেত্রে শঙ্কা বাড়াচ্ছে- এমন মন্তব্য করে রাভিনা বলেন, গত ২৪ এপ্রিল থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত সময়ে সাড়ে তিনশ'র বেশি মানুষের প্রাণ গেছে স্থানীয় লোকজনের গণপিটুনিতে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]