মণিপুরে ফের সহিংসতা, নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 19-08-2023

মণিপুরে ফের সহিংসতা, নিহত ৩

দুই সপ্তাহ শান্ত থাকার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। শুক্রবার (১৮ আগস্ট) রাজ্যের উখরুল জেলায় মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

প্রত্যক্ষ্যদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভোর থেকেই উখরুল জেলায় গোলাগুলির শব্দ শোনা যায়। এসময় বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুরের খবরও পাওয়া গেছে।
 
এরপরই কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের তিন বাসিন্দা নিখোঁজ হন। পরে ওই তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
 
এ ঘটনার পর নতুন করে উত্তাপ ছড়িয়েছে মণিপুরে। কুকি সংগঠনগুলোর দাবি, মেইতেইরা ওই তিনজনকে খুন করেছে। মৃত তিনজনই যুবক। তাদের নাম জামখোগিন হাওকিপ, থাঙখোকাই হাওকিপ ও হ্যালেনসন বাইতে।
 
নতুন করে যাতে অশান্তি ছড়িয়ে না পড়ে, সেইজন্য জন্য ওই গ্রামে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।
 
গত ৩ মে জাতিগত সহিংসতা শুরু হয় মণিপুরে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে হিন্দু মেইতেইরা সংখ্যাগরিষ্ঠ। যাদের বেশিরভাগের অবস্থান রাজধানী ইম্ফাল ও আশপাশের সমতল ভূমিতে।
 
অন্যদিকে, জনসংখ্যার ১৬ শতাংশ কুকি ও জো সম্প্রদায়ের, যাদের বেশিরভাগই খ্রিষ্টান। এদের অবস্থান মণিপুরের পাহাড়ি অঞ্চলে। রাজ্যটিতে দীর্ঘদিন ধরেই ভূমির মালিকানা ও সরকারি চাকরিতে কোটা নিয়ে দ্বন্দ্ব চলছে মেইতেই ও কুকিদের মধ্যে।
 
চলমান সংঘাতে এরইমধ্যে ১৮০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে রাজ্যটিতে। জ্বালিয়ে দেয়া হয়েছে বহু ঘরবাড়ি।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]