মশা নিধনে রিসার্চ সেন্টার করার নির্দেশ হাইকোর্টের


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-08-2023

মশা নিধনে রিসার্চ সেন্টার করার নির্দেশ হাইকোর্টের

মশা নিধনে ব্যবহৃত কীটনাশক, যন্ত্রপাতি এবং এর রোগতত্ত্ব নিয়ে গবেষণা করতে ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টারের (ভিসিআরসি) মতো একটি সেন্টার প্রতিষ্ঠায় সরকারকে উদ্যোগ নিতে বলেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ রায় দেয়।

 

রিটকারী আইনজীবী তানভীর আহমেদ জানান, আদালতের আহ্বানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক কবিরুল বাশার সুপারিশসহ বিশেষজ্ঞ মতামত দিয়েছিলেন। মামলাটি নিষ্পত্তি করে সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সিভিল এভিয়েশন এবং সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে আদালত। দীর্ঘ মেয়াদে ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টারের (ভিসিআরসি) মতো একটি সেন্টার করতে সরকারকে বলেছে আদালত।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব থেকে সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। ঐ রিটের জারিকৃত রুল নিষ্পত্তি করে এ রায় দেয় হাইকোর্ট।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]