'টাইটানিক'-এ নগ্ন ছবি আঁকার দৃশ্য আজও অস্বস্তিতে ফেলে: কেট


তামান্না হাবিব নিশু , আপডেট করা হয়েছে : 14-08-2023

'টাইটানিক'-এ নগ্ন ছবি আঁকার দৃশ্য আজও অস্বস্তিতে ফেলে: কেট

গোটা বিশ্বের ছবির দুনিয়ায় ইতিহাস রচনা করেছে কালজয়ী 'টাইটানিক'। কেট উইন্সলেট এবং লিওনার্দো ডিক্যাপ্রিওর সেই রসায়ন তাঁদের খ্যাতির নতুন দিগন্তে পৌঁছে দিয়েছিল। লিও-কেটের উষ্ণ রসায়নে ভরপুর সেই সব দৃশ্য এখনও ভক্তদের মনে সতেজ হয়ে রয়েছে।

ভক্তরা চোখ বুজলে যেন এখনও দেখতে পান রোজের ছবি আঁকার সেই দৃশ্য।

জেমস ক্যামেরন পরিচালিত 'টাইটানিক' ছবিটি একাধিক অস্কার জিতেছে। এর পর সময় এগিয়েছে নিজের গতিতে। কেট আর লিওনার্দো-ও নিজেদের কেরিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। কিন্তু ছবির সেই উষ্ণতায় ভরা দৃশ্য নিয়ে কী মনে করেন 'রোজ' থুড়ি কেট উইন্সলেট? আজ সেই গল্পই শুনে নেওয়া যাক।

'টাইটানিক' ছবির ওই দৃশ্যে দেখা গিয়েছিল, নগ্ন অবস্থায় কাউচের উপর শুয়ে রয়েছেন রোজ-রূপী কেট। আর তাঁর ছবি আঁকতে ব্যস্ত জ্যাক-রূপী লিও। এই দৃশ্যই ইতিহাস সৃষ্টি করেছে। তবে কালজয়ী এই দৃশ্য নিয়ে বেশ আক্ষেপ রয়েছে স্বয়ং রোজের। এক সাক্ষাত্‍কারে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে অভিনেত্রীর কথায়।

২০১২ সালে টাইটানিক ৩ডি-তে আরও এক বার মুক্তি পেয়েছিল। সেই সময় 'দ্য সান'-এর কাছে মুখ খোলেন কেট উইন্সলেট। তাঁর কথায়, "আমি আর ফিরেও তাকাতে চাই না। আমার মনে হয় অতটা নগ্নতা আমার দেখানো উচিত হয়নি। আসলে তখন আমি তারুণ্যে ভরপুর ছিলাম। আর আমার অনেক কিছু প্রমাণও করার ছিল।"

এর পরে ২০১৪ সালে কেট জানিয়েছিলেন যে, "একবার এক ভক্ত ওই ছবির সেই দৃশ্যের একটি নগ্ন ছবি তাঁর হাতে তুলে দিয়েছিলেন। আর সেই ছবিটিতে অটোগ্রাফ দেওয়ার অনুরোধও রেখেছিলেন।"

সেই ঘটনার কথা প্রকাশ্যে এনে অভিনেত্রী বলেন, "আমি ওই ছবিতে কখনওই অটোগ্রাফ দিইনি। কারণ এই বিষয়টা আমাকে অস্বস্তিতে ফেলেছিল। মানুষ এমনটা কেন করে? আমাকে নিয়মিত ভাবে ওই ছবিটিতে অটোগ্রাফ দেওয়ার অনুরোধ জানানো হয়!"

 ছবির রোজ আরও বলেন, "আমি এই ছবিটা বারবার দেখতে চাইনি। কারণ অনেক বছর কেটে গিয়েছিল। এই সব কিছু সত্ত্বেও এটা ভারি অদ্ভুত! এই নির্দিষ্ট দৃশ্যটি আজও আমায় তাড়া করে বেড়ায়!"


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]