ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মিস ইউনিভার্স


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-08-2023

ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মিস ইউনিভার্স

ইন্দোনেশিয়ান ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মিস ইউনিভার্স অরগানাইজেশন।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রতিযোগীরা স্থানীয় সংগঠকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করার পর এই পদক্ষেপ নেওয়া হল। এর পাশাপাশি মিস ইউনিভার্স মালয়েশিয়ায় আসন্ন প্রতিযোগিতাও বাতিল করতে যাচ্ছে।

মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতার ছয় প্রতিযোগী সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ করেন, স্থানীয় আয়োজকরা শারীরিক পরীক্ষার নামে একটি কক্ষে তাঁদের অন্তর্বাস খুলতে বলেছিলেন, যেখানে পুরুষসহ বহু লোক ছিলেন। প্রতিযোগীদের পাঁচজন জানান, তখন তাঁদের টপলেস ছবি তোলা হয়েছিল।

নিউইয়র্ক ভিত্তিক মিস ইউনিভার্স অরগানাইজেশন এক বিবৃতিতে বলেছে, তারা ইন্দোনেশিয়ায় বর্তমান আয়োজকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

টুইটারে এক বিবৃতিতে মিস ইউনিভার্স আরও বলছে, 'আমরা যা জানতে পেরেছি, তাতে এটি স্পষ্ট হয়ে গেছে, ফ্র্যাঞ্চাইজিটি আমাদের ব্র্যান্ডের মান ও নৈতিকতা মেনে চলেনি।'

জাকার্তা পুলিশের পরিচালক (সাধারণ অপরাধ) হেংকি হারিয়াদি রবিবার বলেন, ভুক্তভোগীদের জোর করে পোশাক খুলতে বাধ্য করা হয়েছিল এবং পরে হোটেলের বলরুমে তাঁদের ছবি তোলা হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]