সংগীতশিল্পী আতিকার ‘এক পশলা বৃষ্টি’


বিনোদন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-03-2022

সংগীতশিল্পী আতিকার ‘এক পশলা বৃষ্টি’

তরুণ প্রতিভাবান সংগীতশিল্পী আতিকা ইয়ামিন। ২২ ফেব্রুয়ারি তার প্রথম একক গান ‘এক পশলা বৃষ্টি’ উন্মোচন করেছেন। গানটির সুরকার সোহাগ চক্রবর্তী এবং গানের কথা লিখেছেন আতিকা নিজেই। পৃথ্বীজিত সাহা পরিচালিত এবং আফফান আজিজ প্রিতুলের সম্পাদনায় অনুষ্ঠানে মিউজিক ভিডিওটির উন্মোচন করা হয় এক সংগীতসন্ধ্যার মাধ্যমে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ আরও অনেকে। নিজের প্রথম গান প্রকাশের আয়োজনে আতিকা বলেন, ‘আমার প্রথম গানটি আমার প্রথম সন্তানের মতো। লেখা শুরুর দিন আমার মাধ্যমে জন্ম নেয় গানটি। গানটির সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আজ গানটি প্রকাশ করা সম্ভব হয়েছে।’ 

গানটি লেখার পেছনের ভাবনা সম্পর্কে আতিকা বলেন, ‘মানুষের চরিত্রের বিশেষ একটি দিক নিয়ে গানটি রচনা করেছি। মানুষের প্রতি মানুষের বিশ্বাসের গল্প উঠে এসেছে এতে। একজন মানুষের সাথে অন্য জনের সম্পর্কের প্রথম ধাপ পরিচয়। সেখান থেকে তৈরি হয় বিশ্বাস আর নির্ভরতা। সব সময়ে যে নির্ভরতার এই গল্প স্থায়ী হয় তা নয়। বেশির ভাগ ক্ষেত্রেই হয় ক্ষণস্থায়ী। একটি সম্পর্ক যখন হারিয়ে যায়, তখন অনেকে সেটা সহজে মেনে নিতে পারেন না। কাছের মানুষটির সাথে বিশ্বাসের সম্পর্ক বদলে যাওয়ায় নিজের প্রতি নিজের সংশয় তৈরি হয়। নিজের ভুল খুঁজে বেড়ায় মানুষ। আত্মবিশ্বাসহীনতা তাকে কষ্ট দেয়। আমি আমার গানে এই দিকটি তুলে এনেছি। লিরিক্সে বলেছি জীবনের গতিপথে হারিয়ে ফেলা সম্পর্কগুলোকে সযত্নে রেখে দিয়ে নতুন করে স্বপ্ন দেখার কথা।’ 

গান লেখার অনুপ্রেরণা সম্পর্কে আতিকা বলেন, ‘সম্পর্ক সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আমার জন্যও তাই। এই ছোট্ট জীবনে আমার জীবন থেকেও হারিয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ সম্পর্ক। স্বপ্ন ভেঙ্গেছে, নিজের সাহসে উঠে দাঁড়িয়েছি। বুঝেছি ‘একলা চলো রে’— জীবন যাপনের মূলমন্ত্র। কষ্টকর সময়টি আমি কাটিয়ে উঠেছি। স্বপ্ন ভাঙ্গা-গড়ার খেলা দেখে একা বাঁচার সাহস করার সময়টি এই গান লেখার অনুপ্রেরণা।’

সংগীতশিল্পী মেহরীন মাহমুদ ও ফুয়াদ নাসের বাবু, টিভি ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারসহ আরও অনেক অনুষ্ঠানে আতিকাকে শুভ কামনা জানিয়েছেন।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]