পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চীনা প্রকৌশলীদের একটি গাড়িবহরে হামলা চালিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। এ হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে হামলাকারী দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, রোববার (১৩ আগস্ট) বন্দর শহর গাদারের ফকির সেতুর কাছে পাকিস্তানে অবস্থিত একটি চীনা নির্মাণ কোম্পানিতে কর্মরত ইঞ্জিনিয়ারদের গাড়িবহরে হামলা চালানো হয়। এসময় দুই পাকিস্তানি নিরাপত্তা কর্মীও আহত হন।
পুলিশ জানায়, তাদের পাল্টা অভিযানে দুই হামলাকারী নিহত হয়েছে। তবে আহত অন্য সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং ‘বন্দুকযুদ্ধ’ অব্যাহত থাকায় এলাকাটি নিরাপদ করার জন্য অভিযান চলছে।
সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট জানিয়েছে, হামলার সময় গাদারজুড়ে বিস্ফোরণ এবং গুলির শব্দ শোনা গেছে। ওই এলাকার সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্তৃপক্ষ চীনা প্রকৌশলীদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এরপর থেকে সেখানে তীব্র বন্দুকযুদ্ধ চলছে।
আগে টুইটার নামে পরিচিত সামাজিক মাধ্যম ‘এক্স’-এ শেয়ার করা বেলুচিস্তান পোস্টের এক ভিডিওতে দেখা যায়, গাদারে এখনও বিস্ফোরণ ঘটছে। সব রুট বন্ধ থাকায় স্থানীয় বন্দরটি ঘেরাও করে রাখা হয়েছে।