উটিতে ঐতিহ্যবাহী শাল গায়ে টোডাদের সঙ্গে নাচলেন রাহুল


রিয়াজ উদ্দিন: , আপডেট করা হয়েছে : 13-08-2023

উটিতে ঐতিহ্যবাহী শাল গায়ে টোডাদের সঙ্গে নাচলেন রাহুল

টোডা উপজাতির মানুষদের সঙ্গে নাচ করছেন রাহুল গান্ধী। একে অপরের কাঁধে হাত দিয়ে গোল হয়ে ঘুরে ঘুরে নাচ করলেন অনেকের সঙ্গে। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, উটির মুথুনাডু গ্রামে গিয়ে টোডাদের সঙ্গে নাচে মেতেছিলেন রাহুল। সঙ্গে ছিলেন স্থানীয় কংগ্রেস নেতারাও।

উল্লেখ্য, ১২ তারিখ অর্থাৎ শনিবার তামিলনাড়ু ও কেরল সফরে গিয়েছেন রাহুল গান্ধী। উটি হয়ে তিনি পরে পৌঁছন কেরলে নিজের সাংসদ কেন্দ্র ওয়ানাডেও। 

‘ভারত জোড়ো যাত্রা’র পর এই প্রথম কেরল গেলেন তিনি। এছাড়াও সম্প্রতি নিজের সাংসদ পদও ফিরে পেয়েছেন রাহুল। সবমিলিয়ে বেশ খোসমেজাজেই রয়েছেন কংগ্রেস নেতা। তারই প্রতিফলন দেখা গেল মুথুনাডু গ্রামে জনজাতি নৃত্যের সময়।

সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটারে পোস্ট হওয়া সেই ভিডিওয় দেখা যাচ্ছে, রাহুল গান্ধীর গায়ে টোডাদের ঐতিহ্যবাহী শাল জড়ানো। সবার সঙ্গে গোল হয়ে ঘিরে নাচ করছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘তামিলনাড়ুর উটির কাছে মুথুনাডু গ্রামে টোডা উপজাতির মানুষদের সঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।’ জানা গিয়েছে, সেখান থেকেই তিনি পরে কেরলে পৌঁছে গিয়েছেন। ১৩ অগস্ট, রবিবার সেখানে জেলা কংগ্রেসের সঙ্গে বৈঠকও করবেন রাহুল।

কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভিটি সিদ্দিকি এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমে। তিনি বলেন, ‘১২ অগস্ট রাহুল গান্ধী ওয়ানাডে এসেছেন। আমরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি। ১৩ তারিখ জেলা কংগ্রেসের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। এই দু’দিন তিনি এখানে থেকে ফিরে যাবেন।’

জানা গিয়েছে, কেরল এবং তামিলনাড়ুতে দু’দিনের সফর শেষে ইউরোপে যাবেন রাহুল গান্ধী। এখনও অবধি খবর, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বেলজিয়াম, ফ্রান্স এবং নরওয়ে সফর করবেন এই কংগ্রেস নেতা। কথা বলবেন সেখানকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, প্রবাসী ভারতীয় এবং ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যদের সঙ্গে। ২৪-এর লোকসভা ভোটের আগে স্বদেশের পাশাপাশি বিদেশেও নিজেদের খুঁটি পোক্ত করতে মরিয়া রাহুল, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]