ভারতের রাজস্থানে বাস ও ভ্যানের (যাত্রীবাহী মাইক্রোবাস) মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও দুইজন। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, শনিবার (১২ আগস্ট) রাজস্থানের দেদওয়ানা-কুচামান জেলায় বাসের সঙ্গে একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একই পরিবারের সাতজন নিহত হন। আহত হন আরও দুজন।
পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট ধরমচাঁদ বিষ্ণোই বলেন, খুনখুনা থানাধীন বানথাডি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে বাঙ্গার হাসপাতালে ভর্তি কর হয়। পরে তাদের সেখান থেকে জয়পুরে রেফার্ড করা হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় হতাহত সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সিকার থেকে নাগৌরে যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।