সিরিয়ার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর বাসে হামলা চালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা। হামলায় ২৩ সেনা সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (১১ আগস্ট) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।
প্রতিষ্ঠানটি জানায়, বৃহস্পতিবার (১০ আগস্ট) আইএসের সদস্যরা দির ইজ্জর প্রদেশে সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে হামলা চালায়। হামলায় সিরিয়ার ২৩ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহত সেনাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অবজারভেটরি জানিয়েছে, বাসে থাকা আরও বেশ কয়েকজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। তবে এই সংখ্যা কত তা জানা যায়নি।
আইএস জঙ্গিরা ২০১৯ সালে সিরিয়ায় দখল করা তাদের শেষ ভূখণ্ডটি হারায়। এরপরও সিরীয় মরুভূমির বিস্তীর্ণ এলাকায় তাদের একটি অংশ আত্মগোপন করে আছে। লুকিয়ে থাকা এসব জঙ্গি এভাবে অতর্কিতে হামলা চালিয়ে পালিয়ে যায়।
আইএস জঙ্গিরা কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়ে দিয়েছে।
গত সপ্তাহে আইএসের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত রাকা প্রদেশে সিরিয়ার সেনা ও সরকারপন্থি যোদ্ধাদের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত ১০ সিরীয় সেনা নিহত হয়েছেন।