রেলপথে বাড়ছে ছিনতাই, যাত্রীদের নিরাপত্তা দেবে কে?


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 12-08-2023

রেলপথে বাড়ছে ছিনতাই, যাত্রীদের নিরাপত্তা দেবে কে?

রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত প্রতিনিয়তই ঘটছে মোবাইল ছিনতাইয়ের ঘটনা। চলন্ত ট্রেন থেকে ছোঁ মেরে ছিনতাই করা হয় মোবাইল। বেশির ভাগ সময় ঢিল ছুড়ে যাত্রীদের আতঙ্কিত করে এসব ছিনতাই করছে বেশ কয়েকটি চক্র।

এ কারণে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ট্রেন যাত্রীদের চলাফেরা।  

খোঁজ নিয়ে জানা গেছে, বিমানবন্দর থেকে জয়দেবপুর রেল পথের বউবাজার, তিস্তার গেট, বনমালা, জয়দেবপুর আউটার সিগন্যালে ঘটছে বেশির ভাগ ছিনতাইয়ের ঘটনা।

এ পথে চলাচলকারী যাত্রীরা বলছেন, অরক্ষিত স্টেশন, বহিরাগতদের আনাগোণা ও স্টেশনগুলোতে নিরাপত্তা বেষ্টনীর অভাবই এমন অপ্রীতিকর ঘটনার কারণ।    

ময়মনসিংহ থেকে আসা ট্রেনের যাত্রী নাদিম শেখ বলেন, সন্ধ্যার পর ছিনতাইকারীদের উৎপাত বাড়ে। সঙ্গবদ্ধ হয়ে তারা বিভিন্ন সময় ট্রেনে হানা দিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। কোনও ধরনের নিরাপত্তা নেই আমাদের। এমন অবস্থা চলতে থাকলে ট্রেনে আসাটাই হয়তো বন্ধ করে দিতে হবে।

তার পাশেই বসে থাকা আরেক যাত্রী বলেন, অনেক সময়ই তাদের ছোড়া ঢিলে আহতের ঘটনা ঘটে। জান-মালের নিরাপত্তা দিতে না পারলে আমরা কেনই-বা ট্রেনে আসব।

যাত্রীদের অভিযোগ, রেললাইনের আশপাশের ঝোপঝাড় আর বস্তি থেকে বের হয়ে ট্রেনে ঢিল ছুড়ে ছিনতাই করে মাদকসেবী চক্র। এসব বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির অভাব রয়েছে।

অবশ্য গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপকমিশনার মাহবুব উজ জামান বলেন, রেলওয়ে পুলিশ নিয়মিতই টহল দিচ্ছে। রেলযাত্রা নিরাপদ করতে থানা পুলিশও অভিযান অব্যাহত রাখবে।  

গত কয়েক মাসে শুধু টঙ্গী এবং আশপাশের এলাকা থেকে শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতারের কথাও জানান তিনি।

টঙ্গীর আউটার সিগনালে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে কর্ণফুলী ট্রেনে ঢিল ছুড়ে ছিনতাই এবং ট্রেনের টিটিকে ছুরিকাঘাত করা হয়। গত ২২জানুয়ারি ট্রেনে ছিনতাইয়ে বাধা দিতে গেলে ৩ পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এরও আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]