সুন্দরবনে ১১ শিকারি আটক, মৃত হরিণ-ফাঁদ জব্দ


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 11-08-2023

সুন্দরবনে ১১ শিকারি আটক, মৃত হরিণ-ফাঁদ জব্দ

সুন্দরবন থেকে ১১ জন হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ। এসময় একটি মৃত হরিণ, বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ ও দুইটি ট্রলার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোরে পূর্ব সুন্দরবনের ডিমেরচর এলাকা থেকে বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক শিকারিদের বৃহস্পতিবার বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসে নেয়া হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, ‘শরণখোলা রেঞ্জের ডিমেরচরে হরিণ শিকারি প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা অভিযান চালিয়ে ১১ জন শিকারিকে আটক করেছে। এসময় আটকদের স্বীকারোক্তি অনুযায়ী ডিমেরচরের বনে তল্লাশি করে হরিণ শিকারের জন্য পেতে রাখা বিপুল পরিমাণ ফাঁদ ও ফাঁদে আটকে থাকা একটি মৃত চিত্রল হরিণ পাওয়া হয়েছে। এছাড়া তাদের দুটি ট্রলার জব্দ করেছে বনরক্ষীরা।’

তিনি আরও বলেন, ‘আটক শিকারিদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটার বিভিন্ন এলাকায়। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার (১১ আগস্ট) বাগেরহাট আদালতে পাঠানো হবে।’

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]