নাটোরে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-08-2023

নাটোরে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের গুরুদাসপুরে বীর মুক্তিযোদ্ধা হাতেম আলীর স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার দায়ে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন‒ উপজেলার চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার প্রয়াত হযরত আলীর ছেলে মনিরুল ইসলাম ও প্রয়াত সাত্তার প্রামাণিকের ছেলে মিঠু প্রামাণিক। খালাস পাওয়া নাহিদ ইসলাম উপজেলার খামার নাচকৈড় মহল্লার নজরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২০ সালের ১৬ জানুয়ারি ভোরে বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী তাঁর স্ত্রী মনোয়ারা বেগমকে বাড়িতে রেখে ফজরের নামাজ আদায় করতে যান। তিনি মসজিদের থাকার সময় কে বা কারা তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। পরে প্রতিবেশীর মাধ্যমে জানতে পেরে তিনি বাড়ি গিয়ে স্ত্রীর রক্তাক্ত মরদেহ এবং ঘরের মেঝেতে রক্তাক্ত চাকু পড়ে থাকতে দেখেন। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় হাতেম আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ তদন্ত করে তিনজনকে গ্রেপ্তার করে এবং আদালতে তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বৃহস্পতিবার বিচারক দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাসের আদেশ দেন।

নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]